সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

চিরিরবন্দরে নওখৈর কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের চিরিরবন্দরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় নওখৈর কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে নওখৈর গ্রামের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও ওই এলাকার তিন শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নওখৈর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আব্দুর রশিদের সভাপত্বিতে ও নওখৈর কল্যান ফাউন্ডেশনের পরিচালক এ.এস শাহিন শাহ্ এর প্রধান পৃষ্টপোষকতায় বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন।

এসময় প্রধান উদ্দিপক প্রবাসী আব্দুর রউফ স্বপন, বিশিষ্ট সামাজসেবক মো. শফিকুল ইসলাম, নওখৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী সোয়েল মিল্কি, নওখৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তাজুন নাহার, নওখৈর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকি শাহ্, নওখৈর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, উত্তর নওখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান শাহ্ ফকির, উত্তর দগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com