রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
দেলোয়ার হোনের বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় শাপলা খাতুন (৩৭) নামে এক নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হেলিপোর্ট সড়কে ঘটনাটি ঘটেছে। নিহত শাপলা খাতুন উপজেলার অমরপুর গ্রামের শাহপাড়ার শামীম সরকারের স্ত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, সকালে স্বামী শামীম সরকার ও সন্তানসহ মোটরসাইকেল যোগে দিনাজপুর যাওয়ার পথে হেলিপোর্ট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর মুখোমুখি ধাক্কা দিলে শাপলা খাতুন ছিটকে ট্রাক্টরের নীচে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার নিশ্চিত করেছেন।