শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

চিরিরবন্দরে জাতীয় সমবায় দিবস পালিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥

‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রধানমন্ত্রীর ভাষন সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, রাণীরবন্দর আর. সিএল কোঃ অপাঃ সভাপতি মো. রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় চিরিরবন্দর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী সঞ্জয় বড়ুয়া একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ উপজেলার ১২ ইউনিয়নের প্রায় ৩ শতাধিক সমবায়ী সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com