শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি::
আজ সোমবার উপজেলা নির্বাচনে ২য় ধাপে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নৌকা মার্কার প্রার্থী আঃ রাফে খন্দকার শাহেনশাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় আওয়ামীলীগের বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে আর কোন প্রার্থীর মনোনয়নপত্র জমা পরেনি।
গত রবিবার বেলা ১১টায় আওয়ামীলীগের বিদ্রোহী সতেন্ত্র প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরীকে মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি। পরে সে জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেয়ার পথে উপজেলার সোনামুখি নামক স্থানে কতিপয় দুর্বৃত্তকারীর দল তার মাইক্রোবাসের গতিরোধ করে এবং মাইক্রোবাসটি ভাংচুর করেছে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।