শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

ঘোড়াঘাটে ৩ বীরঙ্গনা আজও কোন স্বীকৃতি পায়নি

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥

১৯৭১ সালে পাকহানাদার বাহিনীদের নির্যাতন ও ধর্ষনের স্বীকার হয়ে তিনজন বীরঙ্গনা আজও স্বীকৃতি পায়নি। বীরঙ্গনা কেউবা ভাবা পিঠা বিক্রি করছে। আবার কেউবা ভিক্ষা বিত্তি করে মানবেতার জীবন যাপন করছে। ঘোড়াঘাট পৌর এলাকার বলদিয়া পাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী সালেহা বেওয়া ও ইসলামপুর গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী জয়নব বেগম এবং পাচপীর গ্রামের দাউদ মিয়ার স্ত্রী রওশনারা বেওয়া আজও বীরঙ্গনা হিসাবে স্বীকৃতি পায়নি।

অনেক মুক্তিযোদ্ধা ও নারী বিরঙ্গনা ভাতাসহ নানা সুযোগ সুবিধা ভোগ করলেও এই তিন বীরঙ্গনা কোন সুযোগ-সুবিধা পায়নি। তাই তারা নিজেদের দুঃখ কষ্ট ও বীরঙ্গনার গালানি মাথায় নিয়ে সালেহা বেওয়া ভাপা পিঠা বিক্রি করে তিন শতক খাসজমির উপর ছোট্ট একটি ঝুপড়ি ঘর তৈরী করে ৫ সন্তান নিয়ে কোন মতে সংসার চালাচ্ছেন। একই এলাকার রইচ উদ্দিনের স্ত্রী জয়নব বেগম ৮ কন্যা সন্তান নিয়ে খাসের যায়গায় মাটির ঘরে মানবতার জীবন যাপন করছে।

অপরদিকে, পাচপীর গ্রামের রওশনারা বেওয়া অনাহারে অদ্যাহারে বিধোবা কন্যার সংসারে ভিক্ষা বিত্তি করে কোন মতে জীবন যাপন করছে। এই তিন বিরঙ্গনা নারী তাদের জীবন যুদ্ধের তরী ঘাটে ভেরার আগে এরা বীরাঙ্গনার স্বীকৃতি পাওয়ার আসায় বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরছে। তারা আওয়ামীলীগ সরকার তথা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দৃষ্টি আর্কষন করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com