শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥
দিনাজপুরের ঘোড়াঘাটে গরু বোঝাই ভটভটির সাথে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী পাশা (৪২) নামে এক ব্যক্তি নিহত ও অপর ব্যবসায়ী আলোমগীর হোসেন (৪৫) আহত হয়েছে।
ঘটনার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর থেকে গরু বোঝাই ভটভটি ঘোড়াঘাট উপজেলার নয়াপড়ায় আসার সময় রানিগজ্ঞ এলাকায় পৌছিলে দিনাজপুর অভিমুখি দৃতগামী ট্রাকটি গরু বোঝাই ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে উল্টে যায়।
এ সময় ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী পাশা ঘটনাস্থলেই মারাযায়। অপর ব্যবসায়ী আলমগীরকে ওসমানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।