শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় আজ সোমবার প্রজম্মলীগের সভাপতি ক্যাডার ওয়াকার আহাম্মেদ নান্নুসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। ক্যাডর নান্নুর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা থাকায় পুলিশ তাকে আটক করেন। দিনাজপুর জেলা আদালতে তার অনুপস্থিতিতে এক বছরের সাজা হয়েছে। সে এ উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে বলে পুলিশ জানান।
অপরদিকে, একই উপজেলার কবলি পাড়ার ইয়াবা ব্যবসায়ী সাহানুর রহমান(৩৫), রুবেল (২৪) এবং আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা করার প্রস্তিু নেয়ার অপরাধে চকবামুনিয়া গ্রামের ইনদা মিয়ার ছেলে খোকন (৩৬) কে আটক করে জেল হাজুতে পাঠিছে।