সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় চাউল বোঝাই ট্রাকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করে জেল হাজুতে পাঠিয়েছেন।
গত মঙ্গলবার রাতে ঘোড়াঘাট থানার পুলিশ একটি চাউল বোঝাই ট্রাক আটক করেন এবং তলালসী করে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
জানা যায়, চাউল বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দোশ্যে যাওয়ার পথে বিরামপুর এলাকায় থামিয়ে চালক ও হেলপার মোটা অংকের টাকার আসায় মালবোঝাই ট্রাকে ফেন্সিলি তুলেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট খেতাবমোড় নামক স্থানে ট্রাকটিকে আটক করে চাউলের মধ্যে রক্ষিত ১৪০ বোতল ফেন্সিডিল পাওয়াযায়।
এ সময় চাউল বোঝাই ট্রাকসহ চালক ও হেলপার এবং অপর একজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুরের কোতয়ালী থানার চকবামনপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মোসারফ হোসেন (২৩), নবাবগজ্ঞ উপজেলার মগরবপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে সাফিউল আলম (৩৪) ও কোতয়ালী থানার চকবামনপুর গ্রামের আইনুল হকের ছেলে ইব্রাহিম খলিল (২৩)।