বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া নামক স্থানে গরু বোঝাই ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে ভটভটির চালক নিহত হয়েছে।
আজ শনিবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গরু বোঝাই ভটভটি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার থেকে দিনাজপুরের ঘোড়াঘাট রানিগজ্ঞ হাটে যাওয়ার পথে হাটপাড়া এলাকায় পৌছিলে চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে খাদে উল্টে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই ভটভটির চালক নিহত হয়। নিহত চালক বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জুমদহ পাড়ার সাহাদত হোসেনের ছেলে সিপুল (৩৫)।