শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে আমেরিকান প্রবাসি দেশে ফিরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাশিয়াতলা গ্রামের আমেরিকান প্রবাসি আলী রেজুয়ান মুকুল ও তার বড় ছেলে আলী রিমন ডাকাতের ভয়ে আত্বস্কে নিরাপত্তা হিনতায় ভুগছে। পুলিশের সহায়তা চেয়েও না পেয়ে আমেরিকান প্রবাসি জীবনের ভয়ে পুর্নরায় সন্তানের মায়া ফেলে আমেরিকন ফিরছেন।

এ ঘটনায় শুক্রবার বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলার কাশিয়াতলা গ্রামে আমেরিকান প্রবাসির ছেলে আলী রিমন তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে তিনি ও তার পিতা আমেরিকান প্রবাসি আলী রেজুয়ান মুকুল কান্নায় ভেঙ্গে পরে বলেন গত কয়েক দিন পুর্বে আমিরিকা থেকে আমার পিতা দেশের বাড়ী কাশিয়াতলা নিজ বাড়ীতে ছেলে সন্তান ও নাতি নাতনিকে দেখার জন্য এলে গত ২১শে এপ্রিল রাত অনুমান ১টা-৫২-মিনিটে ১০/১২ জনের সংর্ঘবদ্ধ একদল ডাকাত বাড়ীতে এসে সামনে গেটের গ্রিলের দরজা ভাঙ্গার চেষ্টা করে এবং আমেরিকান প্রবাসির দুই ছেলের সাথে বাদ-বিতন্ড করাসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

এ সময় আলী রিমন মুঠোফোনের মাধ্যমে প্রথমে ঘোড়াঘাট থানার এস আই দুলু এবং পরবত্তিতে থানার ওসি আজিম উদ্দিনকে অবগতি করলে, তার জানান যেতে দেরী হবে, আপনারা গ্রামের লোকজন নিয়ে ডাকাতকে আটক করেন। এমনি ভাবে টালবাহানা করে প্রায় দু-ঘন্টা পর পুলিশ ঘঁটনাস্থলে আসেন এবং আমেরিকান প্রবাসিকে বলেন আপনাকে কে নিরাপত্তা দেবে ? ঘোড়াঘাট উপজেলা নিবার্হী অফিসার সেই নিরাপত্তা পায়না আর আপনাকে কে নিরাপত্তা দেবে। নিরাপত্তা নিতে হলে টাকা দিতে হবে।

এ কথা শুনে আমেরিকান প্রবাসি তরিঘরি করে পুর্নরায় দেশ ছেড়ে আমেরিকান ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি সাংবাদ সম্মেলনে আরো বলেন ২০১৪ সালে ইতি পুর্বে আমেরিকা থেকে দেশে ফিরলে ভয়াবহ ডাকাতী সংঘটিত হয়। এ সময় ৫০-থেকে ৬০ জনের একটি সংর্ঘবদ্ধ ডাকাতদল সর্বচ্ছ লুটপাট করে নিয়ে তাদেক বেদম মারপিট করেছিল। সেই আতংকো আজও কাটেনি। এ কথা বলতে বলতে পিতা-পুত্র আবেগে কান্নায় ভেঙ্গে পরেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com