শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি::
সারা দেশের ন্যায় ঘোড়াঘাটে ধর্ষণকারীদের বিচারের দাবীতে মানববন্ধন হয়, ঘোড়াঘাট উপজেলা সামনে হিলি ঘোড়াঘাট রাস্তায় নারী নির্যাতন, নারী ধর্ষণ এর প্রতিরোধ কল্পে আজ রবিবার বেলা ১২টায় কেকেএম সংস্থার আয়োজনে ঘণ্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে |
মানববন্ধনে নারীরা যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে পুরুষের পাশাপাশি সমপরিমাণ কাজ করাসহ নারীদের অধিকার আদায়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যান | তারা মানববন্ধনে ধর্ষণকারী ও নারী নির্যাতন কারীদের ফাঁসির দাবি জানান |
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাকশন এইড সংস্থার সিনিয়ার এগ্রিকালচার অফিসার আব্দুল কাইয়ুম হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন একশন এইড সংস্থার প্রজেক্ট অফিসার একেএম শামিমুর রহমান ওরফে শামীম, অত্র সংস্থার সহকারি নারী সংগঠনের সভানেত্রী শাহানাজ আক্তার, অন্যান্যদের মধ্যে নারী সংগঠনের অন্যতম সদস্য মেরিনা সুলতানা, কেকে এম সংস্থার সভাপতি মনির আহমেদ, অত্র সংস্থার সবুজ-সাথী দলের ক্যাশিয়ার বুলবুলি আক্তার, তারা বজ্রকন্ঠে আওয়াজ তোলেন নারী ধর্ষণ, খুন রাহাজানি ও নারী নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দাবি জানান |