শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
 
 আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে॥
স্বল্প সময়ের মধ্যেই বন্ধ থাকা ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বিমানবন্দর চালু হবে এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় ও রেলগেটে ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হবে বলে জানিয়েছেন, পাবনা-৪ আসনের নবনির্বাচিত এমপি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
গতকাল শুক্রবার রাতে এমপি নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে সাঁড়া ঝাঁউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পিপি এড.আখতারুজ্জামান মুক্তার সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা মীর জহুরুল হক পুনো, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না, সহসভাপতি আশরাফুল আবেদীন, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, যুবলীগনেতা দোলন বিশ্বাস, মহিলালীগের সম্পাদক সাবিনা ইয়াসমিন ও শিক্ষক তহুরুল ইসলাম লিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।