শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

কাহারোলে জাতীয় সমবায় দিবস উদযাপন

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা॥

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে কাহারোলে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ পালিত।

আজ রোববার (২৫ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাহারোল উপজেলা সমবায় বিভাগ এর আয়োজনে সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জাতীয় সমবায় দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা এ,বি,এম হালিমুর রশীদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com