সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

কাহারোলবাসী মুজিব শতবর্ষে কাঙ্খিত ব্রীজ উপহার পাচ্ছে

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::

দিনাজপুরের কাহারোল উপজেলা সদর সংলগ্ন পূর্ণভবা নদীর উপর দ্রুত চলছে ব্রীজ নির্মাণের কাজ। এই ব্রীজ নির্মাণের ফলে কাহারোল উপজেলা সহ পার্শ্ববর্তী আরও ৩ টি উপজেলা বীরগঞ্জ, বোচাগঞ্জ ও বিরল উপজেলাবাসীর যোগাযোগ ব্যবস্থা দূর্ভোগ লাঘব হবে। ৪৯ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে ১১২ মিটার ব্রীজ নির্মাণ করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

পরিদর্শন কালে তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে দেশ সুস্থ্য থাকবে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মুজিব শতবর্ষে কাহারোল বাসীর দীর্ঘদিনের কাঙ্খিত ব্রীজটি উপহার পাচ্ছে। তিনি আরও বলেন, এই উপজেলায় ভবিষ্যতে কোন বাঁশের সাকো থাকবে না। ইতিমধ্যে কাহারোল উপজেলা শতভাগ বিদ্যুাতায়ন করা হয়েছে এমন কি বর্তমান সরকারের আমলে উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না।

কাহারোল উপজেলার বিক্রমপুর গ্রামের আদিবাসী টুডু হাসদা বলেন, কাহারোল বাজারের কাছত নয়া পুল হইলে এলাকার মাইনসের অনেক উপকার হইবে। হাসিনা সরকার আছে দেখেই হামার এলাকায় অনেক উন্নয়ন হছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com