বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধি,,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন ব্রিজ ধসে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বিকেল ৩টার দিকে ঢালাই কাজ চলাকালে ব্রিজটি ধসে পড়ে। এতে ১০ শ্রমিক আহত ও একজন নিখোঁজ ছিলেন।নিহত লিয়াকত আলী (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাকলোহা গ্রামের সাত্তার পরামানিকের ছেলে।
জানা গেছে, ৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) উপজেলার বক্তারপুর-মোহানী সড়কের সুবদিয়া ব্রিজটি নির্মাণ করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘এমটিবি ও এমএমই’ কনস্ট্রাকশন ফাম যৌথ ভাবে ব্রিজটি নির্মাণ করছে। ২০২১ সালের প্রথম দিকে কাজ শুরুতে হলে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ উঠে। মঙ্গলবার দুপুরে গার্ডারে ঢালাই চলছিল। ওই সময় ব্রিজের ওপরে ৬ জন এবং নিচে ও আশপাশে আরো ৫-৭ শ্রমিক কাজ করছিলেন। দুপুর থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে ৩টার দিকে ঢালাইসহ গার্ডার ভেঙে পড়ে। শ্রমিকরা লাফালাফি করে ব্রিজ থেকে নামতে পারলেও একজন লিয়াকত ঢালাইয়ের নিচে চাপা পড়ে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে বিকেলে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ৯টার দিকে নিহতের লাশ উদ্ধার হয়।
ব্রিজ ধসে পড়া প্রসঙ্গে কথা বলতে কালীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী বেলাল হোসেন সরকারের মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।