বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিমার্নের কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ফাউন্ডেশন ভবনের এক তলা ভবনের ৫২লক্ষ টাকায় কাজের অনুমতি পায় ঠিকাদার প্রতিষ্ঠান লাক হাবিবা এন্টারপ্রাইজ। ইতিমধ্যে ভবনের কাজ শুরু করেছেন ব্যাচ এর কাজ শেষ হয়েছে। কিন্তু ব্যাচের কাজ শেষ করার পর বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও সেখানে লাল মাটি দিয়ে ভরাট করেন ঠিকাদার প্রতিষ্ঠান। পরে এলাকাবাসী জানতে পেড়ে সেই লাল মাটি দিয়ে ভরাট কাজে বাধা প্রদান করেন। লাল মাটি দিয়ে ব্যাচ কাজে ব্যবহার করলে ভবনে স্থায়ীত্ব নষ্ট হওয়া আশাংখা রয়েছে। এলাকাবাসী আরও অভিযোগ নিম্নমানের খোয়া দিয়ে ঢালাই কাজ করা হয়েছে।
কালামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবুল হোসেন জানান, লাল মাটি দিয়ে ভরাটের কাজ করতে ছিল। এমত অবস্থায় আমরা সেই কাজ বন্ধ করে দেই। স্কুলের কাজ দুই নাম্বার কাজ করতে দেওয়া হবে না।
ঠিকাদার প্রতিষ্ঠানের লাক হাবিবা এন্টারপ্রাইজের জামাল উদ্দিন জানান, ব্যাচ খোড়ার সময় বেশী খোড়া হয়েছিল। তাই সেখানের লাল মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার সহকারী প্রেকৌশলী জিল্লুর রহমান জানান, লাল মাটি দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। সেখানে বালু দিয়ে ভরাট করতে হবে। সিরামেক্স এর ইটের দুই নাম্বার দিয়ে খোয়া তৈরি করলে বেশী ভাল হয়। তাই এখানে দুই নাম্বার দিয়ে ঢালায়ের কাজ করা হচ্ছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসাইন জানান, ব্যাচের কাজ মাটি দিয়ে ভরাট করতে ছিল তাই স্কুলের সভাপতিকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সরকারী স্কুলের কাজ খারাপ করতে দেওয়া হবে না।
উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।