শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) হতে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
দলীয় সূত্রে জানা গেছে, পৌর আওয়ামীলীগ গঠনের দীর্ঘ ২০ বছর পর প্রথম এ সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ সম্মেলনে সভাপতি পদে-৩জন প্রার্থী হয়েছেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওহাব মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান ইয়াছিন। সাধারন সম্পাদক পদে রয়েছেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের প্রকাশ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জয়, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম তুষার। তবে সভাপতি প্রার্থীদের মধ্যে হাডাহাড্ডি লড়ায় চলছে, প্রাথীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রাথর্না করছেন। তেমনি সাধারণ সম্পাদক পদেও যারা অংশ গ্রহন করেছেন তাদের মধ্যেও ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হতে চলছে। তবে প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যানার পোস্টার টানিয়ে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সৎ ও ত্যাগী নেতাদের নির্বাচিত করে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলীয় তৃণমুলের কর্মীরা।
উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর জানান, আমাদের সকল প্রস্তুতি আছে এরই মধ্যে ওয়ার্ড ও ইউনিয়েনের সম্মেলন সম্পূর্ন করেছি। এ সম্মেলনও উৎসব উদ্দীপনার মাধ্যমে শেষ করা হবে।