সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

কালিয়াকৈর পৌরসভার রাস্তার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:: কালিয়াকৈর পৌরসভার ০২ নং ওয়ার্ডের রাস্তার সংস্কার কাজে নির্মাণ সামগ্রী কম ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসির অভিযোগ, পৌরসভার জানের চালা এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার সংস্কার কাজ করছে বিশাল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। সংস্কার কাজে বিটুমিনসহ অন্যান্য নির্মাণ সামগ্রী কম ব্যবহার করার কারণে বিভিন্ন স্থানে পাথর উঠে যাচ্ছে, রাস্তা উচু-নীচু হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে দ্রুত কার্পেটিং নষ্ট হয়ে যাবে। এমনি অনিয়মেরঅভিযোগ উঠেছে ঠিকাদারেরনামে।

জানা গেছে, বিশাল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে পৌরসভার ৫টি সংস্কার কাজেরজন্য প্রায় দেড় কোটি টাকার একটিপ্যাকেজেরকাজকরারজন্য বরাদ্দ দেওয়া হয়। তারমধ্যে জানেরচালারয়েলগ্রীন মোড় থেকে সেলিমেরবাড়ীপর্যন্তকাজটিসংস্কার করতেঅধিকমুনাফালাভেরআশায়নিম্নমানের অল্পপরিমান নির্মাণ সামগ্রী ব্যবহার করছে। ইতিপূর্বে বিশাল এন্টারপ্রাইজের নামে একাধিক অনিয়মের অভিযোগ করেছে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের লোকজন।

জানের চালা এলাকার রাব্বি , রাস্তায় অল্পপরিমান বিটুমিনসহ নিম্ন মানের সামগ্রী ব্যবহারেরবিষয়টিঠিকাদারকেবললেওতারাতাদের ইচ্ছামতকাজকরছে। এই রাস্তাটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে ঠিকাদার হোসেন আলীর মোবাইল ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলে ও তিনি সাড়া দেননি।

পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম জানান, কাজের ফিটনেস ঠিক আছে, প্রথমদিকে কাজটি খারাপ হলেও পরে কয়েকদিন যাবার পর ফিনিশিংয়ে ঠিক হয়ে যাবে। তবে হাতের কাজতো কিছুটা এদিক সেদি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com