শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর থেকে::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পৌরসভার উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে পৌর মেয়র কাউন্সিলররা যৌথ উদ্যোগে ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে কাজ বাস্তবায়নের জন্য তৎপরতা চালাচ্ছেন বলে পৌর মেয়র মজিবুর রহমান জানান।
পৌর অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে ৫০ কোটি টাকার মধ্যে জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ২২ কোটি টাকায় পৌরসভার প্রতিটি নাগরিকের বাড়ীতে পানি সাপ্লাইয়ের জন্য তিনটি গভীর পানির পাম্প স্থাপনের কাজ শেষ করা হয়েছে। গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো প্রকল্পের জন্য ১৯ কোটি টাকায় পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সড়কের ড্রেন প্রকল্পের কাজ চলছে। পৌর নিজস্ব তহবিল থেকে ৫ কোটি টাকার সড়কে আলোকবাতির কাজ করা হচ্ছে। গত অর্থবছরে পৌর এলাকায় প্রায় ৪ হাজার আলোকবাতি খুটি ও লাইট স্থাপন করা হয়েছে। যার কারণে পৌর এলাকার নির্জন স্থানে চুরি ডাকাতি ও ছিনতাই বন্ধ হয়ে গেছে বলে এলাকাবাসীরা জানান। এই প্রকল্পের অধীনে আরো তিন শতাধিক সড়কে আলোক বাতির খুটি ও লাইটিং লাগানোর কাজ চলছে। গত কয়েক সাপ্তাহ ধরে পৌর এলাকায় দরিদ্র ও পথশিশু ও গরীব শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
কালামপুর এলাকার কাউন্সিলর প্রার্থী মোঃ শাহ্আলম জানান, গত ১০ বছরে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ব্যাপক উন্নয়নে কাজ করেছেন। পৌর নাগরিকের কোন সমস্যার কথা জানতে পেলেই ছুটে আসেন এলাকায়।
৮ নং কাউন্সিলর মোঃ সামছুল আলম সরকার ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃসাইফুল ইসলাম জানান, পৌর সভায় আমরা ব্যাপক উন্নয়নে কাজ করেছি। সামনে নির্বাচনে সাধারণ ভোটাররা উন্নয়নের কাজের মূল্যায়ন করবেন প্রত্যাশা করছি।
পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহিদ জানান, পৌর মেয়র মজিবুর রহমানের দক্ষ ব্যবস্থাপনায় কালিয়াকৈর পৌরসভাকে গ্রেড-এ করা হয়েছে। বাংলাদেশে একটি মাত্র পৌরসভা যেখানে সার্কেল-৩ এর নিজস্ব স্থায়ী ভবন করা হয়েছে। যা পৌর প্রধান কার্যালয়ের মত সার্কেল-৩ থেকে নাগরিকরা সেবা পাবেন।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, কালিয়াকৈর পৌরসভার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এ পৌরসভাকে আরো উন্নয়নের ছোয়া রাখতে সক্ষম হবো প্রত্যাশা করছি।