বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় আরও ১৩জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় ২১০জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এই পযর্ন্ত করোনা রোগী ৩৪জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১৫১০নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক ব্যাক্তি,ডাক্তার, শিশু ও সাংবাদিক সহ করোনা পজেটিভ হয়েছে ২১০জন রোগী। তবে উপজেলার ৩৪জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। অন্যরা নিজ বাড়ি চিকিৎসাধীন আছেন। এর মধ্যে মারা গেছেন কাউন্সিলরসহ ৪জন।
কালিয়াকৈর উপজেলা নিবার্হী কাজী হাফিজুল আমিন জানান, উপজেলায় এই পর্যন্ত ২১০জন করোনা রোগীর মধ্যে ৩৪জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। করোনা মোকাবেলায় সাফল্যর এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।