বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রবিবার দিন ব্যাপী বিভিন্ন এলাকায় ৬টি অবৈধ ইটের ভাটা কে অভিযান করে ৩২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ।
এসময় অবৈধ ইটভাটাকে ভেকু দ্বারা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং উপজেলার অবৈধ ইটভাটার বিএনবি-১,বিএনবি-২ কে ১২ লক্ষ, জে বিবি- ২লক্ষ, এনবিএম কে ৬ লক্ষ, আরএমবি কে ৬ লক্ষ, এসবি কে ৬ লক্ষ টাকা করে মোট ৩২ লক্ষ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম, গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন, গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দিলরুবা আক্তার, গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান সুমনসহ প্রশাসনিক কর্মকর্তারা প্রমুখ।