শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে পালিত

কালিয়াকৈর প্রতিনিধি::

পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সালনা হাইওয়ে পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে সালনা হাইওয়ে থানার (ওসি) মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন, গাজীপুর জেলার সড়ক পরিবহণ ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমিনুর ইসলাম, গাজীপুর জেলার সড়ক পরিবহণ ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, গাজীপুর জেলা পরিবহন বাস মালিক সমিতি সভাপতি আকতারুজ্জামান, গাজীপুর জেলার ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়রত পাল, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জলিল উদ্দিন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। পরে বক্তারা বলেন, সড়কের নিয়ম নীতি বজায় রেখে গাড়ী চালাতে হবে, যত্রতত্র ভাবে গাড়ী পারকিং বন্ধ করতে হবে। ফিটনেস বিহিন গাড়ী চলাচল বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com