শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে সড়ক ও জনপথের জমি দখল করে দোকান নির্মানের অভিযোগ

কালিয়াকৈর প্রতিনিধি::

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)’র জায়গা দখল করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ্বে আধাপাকা টিনসেডের দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। তবে ওই নিমার্ন কাজ কিছুদিন পূর্বে সওজের লোকজন বাধা দিয়ে বন্ধ করে দিলেও ফের চালু করেন।

এব্যাপারে সওজের কর্মকর্তা-কর্মচারীরা রহস্যজনক ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা লতিফপুর এলাকায় পুরাতন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে আধাপাকা টিনসেট দোকান ঘর নির্মান কাজ চলছে। তবে ওই নির্মান কাজ কিছুদিন পূর্বে সড়ক ও জনপদের লোকজন বন্ধ করে দেয় এবং কিছু অংশ ভেঙ্গেও ফেলা হয়। পরে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পূনরায় আবার চালু করে সেখানে নির্মান করা হচ্ছে কয়েকটি আধাপাকা দোকান ঘর। এব্যাপারে সড়ক ও জনপথের লোকজনকে ফোনে জানালেও তারা বন্ধ করে দিবে দিচ্ছে বলেও তালবাহানা করছে। উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজন দখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন। দখলের কারণে সওজের নিয়ন্ত্রনের বাহিরে চলে গেছে বলা যায়। কারণ থেমে না থাকা অবৈধ দখল বা স্থাপনা উচ্ছেদে সওজের কোন কার্যক্রমই নেই। আর ওই অবৈধ স্থাপনার সামনেই রয়েছে তার রাইচমিল। সরকারি জায়গায় ঘর নির্মাণ করে তিনি ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিবে বলেও অভিযোগ উঠেছে ওই প্রভাবশালীর বিরোদ্ধে।

এব্যাপারে প্রভাবশালী দখলদার রাইজদ্দিন বলেন, সড়ক ও জনপদের লোকজন এসে জমি মাপ দিয়েছে। আমার কোন কাজ কেউ বন্ধ করেনি।

গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাশেদ বলেন, দুই একদিনের মধ্যেই আমাদেও সার্ভিয়ার দিয়ে ওই জমির সীমানা নিধারণ করা হবে। আমাদের সড়ক ও জনপদেও জমিতে ঘর নির্মান করলে তা ভেঙ্গে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com