বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় স্ত্রীর শরীরে আগুন দিয়ে স্বামী পলাতক রয়েছে। দগ্ধ স্ত্রী জয়পুরহাট জেলার কালাই উপজেলার নুনুজ এলাকার আনসার আলীর মেয়ে আজেদা বেগম(৩৫) উপজেলার হরতকিতলা এলাকার কুদ্দুসের বাসার ভাড়াটিয়া। সে উপজেলার মাহমুদ জিন্স কারখানায় চাকুরি করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে জয়পুরহাট থেকে তার স্বামী মফিজুল ইসলামের সাথে কাজের সন্ধানে কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় কুদ্দুসের বাসায় ভাড়া থাকেন। তার স্ত্রী আজেদা মাহমুদ জিন্স লিমিটেড চাকুরি করতেন কিন্তু তার স্বামী কোন চাকরি করতেন না। কিছুদিন যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এরই সূত্র ধরে বুধবার ভোর রাতে আশেপাশের রুমে তালা দিয়ে নিজের ঘরে তালা দিয়ে পেট্রোল দিয়ে আগুন দেয়। তার স্ত্রী আজেদা বেগম ঘরের ভিতর আগুন দেখে ডাক চিৎকার করে। এ সময় আশেপাশের লোক এগিয়ে আসলে ততক্ষণে তার শরীরের বিভিন্ন অঙ্গ আগুন লেগে পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈরের ফায়ার সার্ভিসে লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আহত আজেদা কে তাকে উদ্ধার করে ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করেন। এ ঘটনায় স্বামী মফিজুল ইসলাম পলাতক রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবং দগ্ধ আজেদাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, ভিকটিমের সাথে কথা বলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।