শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে এক সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকায়।
এ ঘটনায় শনিবার দুপুরে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধু ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার পাইকপাড়া এলাকার মৃত ছামান উদ্দিনের ছেলে। ওই গৃহবধু গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকার বাসিন্দা। তিনি তিন সন্তানের জননী ও চার মাসের অন্তঃসত্ত্বা। তিনি সপ্তাহখানেক আগে উপজেলার পাইকপাড়া এলাকার সুফিয়া বেগমের বাড়িতে বেড়াতে আসেন। তাদের দুজনের সম্পর্ক নানী-নাতনী বলে জানা গেছে। ২-৩ দিন আগে তাকে বাড়িতে একা রেখে তার নানী সুফিয়া বেগম উপজেলার হাটুরিয়া চলে যান। ওই গৃহবধু বাড়িতে একা থাকায় কৌশলে ওই বাড়িতে যান সেচ্ছাসেবকলীগের নেতা মোয়াজ্জেম। এ সময় ওই নেতা সুযোগে বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তাদের দস্তাদস্তিরর এক পর্যায় ওই গৃহবধুর হাতে আঘাত পেলে ওই নেতা সেখান থেকে চলে যান। পরে ওই নেতা ও তার অনুসারীরা বিষয়টি প্রভাব খাটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তায় শনিবার দুপুরে ওই গৃহবধু বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত স্থানীয় চাপাইর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন জানান, আমার বিরুদ্ধে টানা-হেচড়া অভিযোগ করেছে, এটা মিথ্যা অভিযোগ। আমি এবার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী প্রার্থী। তাই একটি চক্র আমার নামে এমন মিথ্যা রটনা রটাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান, শুনেছি মোয়াজ্জেম কাকা নাকি ওই বাড়িতে গিয়ে এর আগেও দুই দিন ওই গৃহবধুর সাথে গল্প-গুজব করেছে। বৃহস্পতিবার দুপুরে তিনি নাকি তাকে টানাহেচড়া ও ধর্ষণের চেষ্টা করেছে। টানাহেচড়ার এক পর্যায় ওই গৃহবধুর হাতে জখম হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।