শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
সরকারের নিয়মনীতি না মেনে, সামাজিক দূরত্ব বজায় না রেখে গাজীপুরের কালিয়াকৈরে সুরিচালা এলাকায় জিসকা ফার্মাসিটিক্যাল কারখানায় শ্রমিকদের নিরাপত্তা না দিয়ে চলছে নির্মানাধীন ভবনের কাজ।
এলাকাবাসী ও শ্রমিক সূত্রে জানা যায়, উপজেলার সুরিচালা এলাকায় দীর্ঘদিন ধরে জিসকা ফার্মাসিটিক্যাল কারখানায় চলছে নতুন নির্মানাধীন ভবনের কাজ। সারাদেশে যখন করোনা ভাইরাস নিয়ে সরকার হিমশিম খাচ্ছে সেই মুহুর্তে ওই কারখানার কর্তৃপক্ষ শতাদিক শ্রমিকদের নিরাপত্তা না দিয়ে তাদেরকে বেশি টাকার লোভ দেখিয়ে করানো হচ্ছে নতুন নির্মাণাধীন ভবনের কাজ অভিযোগ এলাকাবাসী।
জিসকা ফার্মাসিটিক্যাল কারখানার ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান জানান, শ্রমিকরা কি করে খাবে তাদের তো বাঁচতে হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি দেখে এখনি ব্যবস্তা নিচ্ছি।