শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী দক্ষিনপাড়া এলাকায় একটি মৎস্য খামারের কারনে শত বছরের পুরানো রাস্তা বিলীন হতে চলছে। ফলে ৫/৭ গ্রামের মানুষ চলাচলে চরম দুভোর্গ পোহতে হচ্ছে। ওই রাস্তা না থাকার কারনে ৭০ থেকে ৮০টি বাড়ীর লোকজনের চলাচলের এক মাত্র পথটি বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী সরকারী বিলীন হওয়া রাস্তাটি পুনরায় নির্মানের দাবী জানিয়েছেন।
এরাকাবাসী সুত্রে জানা যায়, কালিয়াকৈর থেকে বড়ইবাড়ী সড়কের গাবতলী এলাকায় শ্রীফলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলী দক্ষিনপাড়া মৃত-ইসহাক মেলেটারীর বাড়ী থেকে হাজী আহাম্মদ মুনসীর বাড়ী পর্যন্ত একটি পুরানো রাস্তা রয়েছে। রাস্তাটি গাবতলী দক্ষিন পাড়া থেকে উপজেলার জানেরচালা পর্যন্ত চলে গেছে। ওই রাস্তাটি প্রস্ত রয়েছে ৩০ থেকে ১৬ ফিট পর্যন্ত। এক সময় রাস্তা দিয়ে গরুর গাড়ী, মহিষের গাড়ীসহ নানা ধরনের যানবাহন চলাচল করতো। বর্তমানে রাস্তা দিয়ে পায়ে হেটে যাওয়া দুস্কর হয়ে পরেছে। রাস্তাটির পাশে ওই এলাকার সিদ্দিকুর রহমানের সোনিয়া মৎস্য খামার নামে একটি মৎস্য খামার রয়েছে। এলাকাবাসীর অভিযোগ রাস্তার পশ্চিম পাশে বাধ দিয়ে মাছের খামার করে মাছ চাষ করা ও জবর দখলের ফলে রাস্তাটি বিলীন হয়ে গেছে। রাস্তার সমস্যার বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগীরা ২০১৭ইং সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদনও করেছিল। কিন্তু দীর্ঘ দিনেও তার কোন সমাদান হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মাটি ফেললেও পুকুরের পাড়টি ডালু হওয়ার কারনে মাটি মৎস্য খামারে চলে গিয়ে রাস্তাটি তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। রাস্তাটি দিয়ে গাবতলী, জানেরচালা, খালপাড়, নামাশুলাই, সাহেরাবাজ, গোসাইরহাটসহ আশেপাশের বহু লোকজন চলাচল করে। রাস্তাটি সমস্যার কারনে ওই এলাকার লোকজন থেকে ৭ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যেতে হয়। তাছাড়া ৭০ থেকে ৮০টি বাড়ীর লোকজনের এক মাত্র রাস্তাটি বন্ধ থাকায় চলাচলে চরম দুভোগ পোহাচ্ছে। রাস্তায় মাটি না থাকার কারনে খামারের পুর্ব পাশে ঘরবাড়ী ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
সোনিয়া মৎস্য খামারের মালিক সিদ্দিকুর রহমান জানান, রাস্তা পুকরের কারনে ধসে পরেনি। রাস্তা ডালু হওয়ার কারনে মাটি পুকুরে চলে যায়। ফলে রাস্তাটি বিলনি হওয়ার পথে। শ্রীফলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য নুরুল আমীন জানান, ওই রাস্তায় ইউনিয়ন পরিষদের মাটি ভরাট করা হয়েছিল। বর্তমানে মৎস্য খামার ছাড়া রাস্তার কোন অস্তিত্ব নেই। রাস্তা না থাকার কারনে ৭০ থেকে ৮০টি বাড়ীর কোন চলাচলের ব্যবস্থা নেই। এলাকাবাসীও চলাচল করতে পারছেনা।
শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রাস্তাটির ব্যপারে আমার কিছু জানা নেই। ইউপি সদস্যও আমাকে কিছু জানায়নি।