বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইয়, বোয়ালী, ফুলবাড়ীয়া ইউনিয়ন উপজেলার বিভিন্ন বন থেকে রাতের আধাঁরে লক্ষ লক্ষ টাকার মূল্যবান গজারি কাঠ পাচার হওয়ায় উজাড় হচ্ছে বন। ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। হুমকীর মুখে পড়ছে বন্য প্রানী।
এলাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কলিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের প্রতিনিয়ত রাতের আধাঁরে চুরাই কাঠ গাড়ীতে ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। বনে রয়েছে গজারি, সেগুন, চাপালিশ, কড়ই, রক্তন, জারুল, অর্জন, আওয়াল, বাঁশ-বেতসহ ১৬৭ প্রজাতির উদ্ভিদ আর নানান বন্যপ্রানী রয়েছে। তাই ধংসের মুখে পরিবেশ ও বন্যপ্রনী। বাহিরে থেকে এই ঘন বনের সূন্দর্য্য মন কান্ডে দর্শনাথীদের। কিন্তু বনের ভীতরে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। দাঁড়ানো মূল্যবান গাছের ফাঁকে ফাঁকে মোথা পড়ে আছে কয়েক শত। প্রতিদিন জ্বালানী হিসেবে গাছ কেটে কাঠ নিয়ে যাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ অনায়াসে গজারি কাঠ কেটে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে। বোয়ালী বিটের পাইকপাড়া স্থানে বনবিভাগের চেকপোষ্ট থাকার সত্বেও চুরাই কাঠ প্রতিদিন রাতের আধাঁরে উধাও হচ্ছে বন থেকে। ওই বনবিভাগের চেকপোষ্ট থেকে প্রতিনিয়ত গাড়ী থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব কর্মকর্তাদের যোগসাজসে বন থেকে রাতের আঁধারে লক্ষ লক্ষ টাকার মূল্যবান গজারি কাঠ পাচার হওয়ায় উজাড় হচ্ছে বন।
চালক তমিজ মিয়া জানান, আমাদের ভাড়া দেয় তাই গাড়ীতে কাঠ নিয়ে বিভিন্ন স্থানে পৌছায়ে দেয়া হয়। কোনটা বৈধ কাঠ আর কোনটা অবৈধ কাঠ এটা বলতে পাড়বো না। আমরা গরীব মানুষ।
বোয়ালী বিট কর্মকর্তা ইলিয়াছ হোসেন জানান, সে সব গজারি কাঠ আসে এই রাস্তা দিয়ে সেগুলো আমাদের এলাকার গজারি কাঠ না অন্য জায়গার কাঠ আমাদের এলাকায় আসে। তবে আমার ষ্টাফরা ওই চেক পোষ্ট থেকে ২০ টাকা থেকে ৩০ টাকা নিতে পারে। এই বিষয়ে আমার আর কিছু জানা নাই।