বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মান ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্তরে বিআরডিবির উদ্যোগে বুধবার দুপুরে উপকারভোগী ৫ টি দলের ৯৩ জন সদস্যের মাঝে সাঁইত্রিশ লক্ষ টাকা ও পেঁয়ারা, আমলকী, হরতকী, তেঁতুলের এবং বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়দা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার, জনাব মোঃ ফয়েজ উদ্দিন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার, জনাব নুর হোসেনসহ অন্যান্যরা।