শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল-নবীনগর মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় মঙ্গলবার দুপুরে সড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা পাকা, আঁধা পাকা, টিনের তৈরী প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
এ সময় এক্সকেভেটর দিয়ে সকল অবৈধ স্থাপনা গুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক ও জনপথ অধিদপ্তরের যুগ্ন সচিব, এস্টেট আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী। অবৈধ অভিযানে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক সাসেক-১ শাহানা ফেরদৌস, উপ-পরিচালক সাসেক-১ নাহিদা সুলতানা, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, মহাসড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা পনের মধ্যে সকল গুড়িয়ে দেওয়া হবে।