শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে। অভিযান চালিয়ে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসসহ প্রায় শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ এ যৌথ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা শুরু করে। সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসসহ প্রায় শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস ভাংচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবী, বিএনপির অফিস সরকারী জমিতে পড়েনি। এছাড়া বিনা নোটিশে বিএনপির অফিস ভাংচুর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা। কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি এবাদত হোসেনসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, নোটিশ প্রদান করার পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফারুকী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার, সারা দেশে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ করেছেন। সেই ধারাবাহিকতায় কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারের উন্নয়ন ও কল্যানের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।