বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ভূয়া র‌্যাব সদস্যসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ীকে আটক করে মারধর করে চাঁদা আদায় কালে র‌্যাবের দুই ভূয়া মেজর ও মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাঁচলক্ষী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, সিরাজগঞ্জের চৌহানী উপজেলা সদরের হাইপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম রেজা (৪০), বগুড়ার শেরপুর উপজেলার উদসাম এলাকার ইসমাইল পারমানিকের চেলে মকুল পারমানিক(২৪)। তারা কালিয়াকৈর উপজেলা মৌচাক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, সকাল ৯ টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাজার থেকে আলমগীর হোসেন এবং সুমন খান নিজেদের র‌্যাব পরিচয়ে মাংস ব্যবসায়ীকে প্রাইভেটকারে তুলে নিয়ে চন্দ্রা দিকে চলে আসে। পড়ে সফিপুর আনসার ভিডিপি এলাকা থেকে মাংস ব্যবসায়ী সাইফুল ইসলামকে তুলে নিয়ে প্রাইভেটকারের ভিতরে বেধরক মারপিট করতে থাকে। তাদের কাছে থাকা মাংস বিক্রির টাকা হাতিয়ে নেয়। পরে উপজেলার কালামপুর পাঁচলক্ষী এলাকার বনের ভিতরে নিয়ে বাড়ী থেকে টাকা এনে দেয়ার জন্য মারপির করতে থাকে। এসময় ওই সড়ক দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আবু সাইদ মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে প্রাইভেটকারে মারধরের ঘটনা নিয়ে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসবাদ করলে সন্দেহ হলে প্রাইভেটকার চালকসহ দুই র‌্যাব পরিচয়দানকারীকে আটক করে। এসময় প্রাইভেটকারে থাকা ওকিটকি, র‌্যাবের ভূয়া পরিচয়পত্র ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবসা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com