শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় মাছ ব্যবসায়ী রনি শেখ হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো- জহিরুল ইসলাম(২৭) পাবনা জেলার সদর থানার জালশুকা গ্রামের শাহজাহান সরদারের ছেলে। রুবেল(২০) ও বাবু(১৮) বরিশাল জেলার মুলাদী থানার ছবিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মৌচাক ফাড়ির ইনচার্জ মোজাম্মল হক জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামী জহিরুলকে গত ২০ ডিসেম্বর রাজশাহীর পবা থানার দাদপুর গ্রাম থেকে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা এবং রনি শেখের চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার করে। পরে আসামী জহিরুলের দেওয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে মামলার অপর দুই আসামী রুবেল ও বাবুকে ২১ ডিসেম্বর ঢাকার শাহ আলী থানার সারেংবাড়ি বস্তি থেকে গ্রেফতার করেন। পরে তাদেরকে আদালতে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে প্রেরন করেছেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে রনি শেখ ৬০ হাজার ৭০০টাকা নিয়ে ঢাকার মিরপুর বেড়িবাধ এলাকা থেকে কালিয়াকৈরের ঠেঙ্গার বান্দ এলাকায় মাছ কেনার জন্য ড্রাইভার জহিরুলের পিকআপ(ঢাকা মেট্রো-ন-১১-৮১১১) ভাড়া নিয়ে আসার সময় ওই পিকাপের ড্রাইভারের দুই সহযোগী রুবেল ও বাবুকে নিয়ে কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দের উদ্দ্যেশে রওনা দেয়। রাত ১১টার দিকে তারা উপজেলার ভান্নারা এলাকায় পৌছলে ড্রাইভার পরিকল্পিত ভাবে গাড়ির গতি কমিয়ে দেয় এ সুযোগে গাড়ীর পিছনে থাকা ড্রাইভারের দুই সহযোগী রুবেল ও বাবু ক্যাবিনের ভিতরে চলে আসে এবং রনি শেখের নিকট থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টাকা নিতে না পারায় লোহার তৈরি হুইল রেঞ্জ দিয়ে রনি শেখের মাথায় আঘাত করে। পিকাপটি উপজেলার ঠেঙ্গারবান্দ পদ্মা অক্সিজেন কারখানার সামনে কাঠ বাগানের সামনে পৌছলে রনি শেখ গাড়ি থেকে লাফিয়ে পড়ে বনের ভিতর দৌড় দিলে আসামীরা তাকে পিছন থেকে ধরে ওই লোহার রেঞ্জ দিয়ে মাথায় উপর্যপুরি আঘাত করে হত্য করে। পরে তার সাথে থাকা ৬০ হাজার ৭০০ টাকাসহ পিকআপ নিয়ে পালিয়ে যায়।
মৌচাক ফাড়ির ইনচার্জ মোজাম্মল হক জানান, রনি ও জামালকে নিয়ে জহিুরুলকে রাজশাহী ও অপর দুই আসমী রুবেল ও বাবুকে ঢাকা সারেংবাড়ি বস্তি থেকে আটক করেন। তবে কেউ অন্যায় করে পালিয়ে বাঁচতে পারবেনা। দেশের যে কোন জায়গায় পালিয়ে থাকুকনা কেন তাকে আটক করে আইনের আওতায় সোপর্দ করা হবে।