শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

কালিয়াকৈরে বেকারী মালিক ও লবন বিক্রেতাকে জরিমানা

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বেকারী মালিক ও লবন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে চান্দরা জোড়া পাম্প এলাকায় দয়াল খাজা বেকারীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এসময় আব্দুর রউফের ছেলে বেকারী মালিক আব্দুল হাই ওরফে কালনকে আটক করা হয়। এছাড়া গতকাল রাতে বেশি দামে লবণ বিক্রি করার দায়ে কালিয়াকৈর বাজারের মের্সাস নেপাল এন্টারপ্রাইজ নামক দোকান সিলগালাসহ দোকানের মালিক নেপাল সাহাকে ২০ হাজার টাকা এবং লিটন সরকারকে ২ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ জানান, গুজবের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী উচ্চ মূল্যে লবন বিক্রি করছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com