বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর মৃধাবাড়ি এলাকায় বিষ প্রয়োগ করে পোনা মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
বুধবার রাতের কোন এক সময় ঘটনাটি ঘটেছে। এতে ওই পুকুরে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর মৃধাবাড়ি এলাকায় গেল কয়েক দিন আগে প্রায় এক লাখ টাকার মাছের পোনা ক্রয় করে ছেড়ে দেন ওই খামারে। বুধবার রাতের কোন এক সময় ওই খামারে বিষ প্রয়োগ করে চলে যায় দূর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার ভোরে খামারে খাদ্য দিতে গেলে দেখতে পায় মাছের পোনাগুলো ভেসে রয়েছে। এতে ওই খামারির প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খামারী মো. ইব্রাহিম মৃধা জানান, কয়েকদিন আগে প্রায় এক লাখ টাকার পোনা ছেড়েছি। কে বা কাহারা রাতে অন্ধকারে খামারে বিষ প্রয়োগ করে আমার সর্বনাশ করেছে।
গাজীপুর এসিপি এগ্রিসাইন লিঃ এর প্রতিনিধি ডাক্তার বিকাশ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে মাছের পোনাগুলো মারা যেতে পারে। তবে ল্যাবে পরীক্ষা করলে হয়তো বুঝা যাবে বিষ না অক্সিজেনের কারণে মারা গেছে।
কালিয়াকৈর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সলিমোল্লা জানান, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি।