শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে রোববার সকালে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালী ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা এ অনুষ্ঠান হয়।
এর আগে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছল করে নেতাকর্মীরা। র্যালীটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালী শেষে পুনরায় বিএনপি’র কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, সাবেক সভাপতি খন্দকার আব্দুস সালাম প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিভিন্ন শ্লোগান দেন।