বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে বসতবাড়ির তৈরিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ভূমিহীন পরিবারের লোকজন।
মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় তিন শতাধিক ভূমিহীন পরিবার রয়েছে। এসব পরিবারের শিশুদের শিক্ষার ব্যবস্থা, মসজিদ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থা সহ নানা দাবিতে স্থানীয় শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন করা হয়েছে। পরে উপজেলা চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন।