বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

কালিয়াকৈরে বন বিভাগের দখল হওয়া কোটি টাকার জমি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকায় আজ শনিবার সকালে বন বিভাগের দখলকৃত জমি উদ্ধার করেছে বনকর্মকর্তারা। অভিযানে উদ্ধার কৃত জমির পরিমান ১০শতক যাহার বাজার মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে রেঞ্জকর্মকর্তা জানান।

উপজেলার সদর চালা (টাওয়ার মার্কেট) এলাকার মো. দেলুয়ার হোসেন (ঢালু), ছেলে মো.সাখাওয়াত হোসেন, কৌচকুড়ি মৌজার সরকারীর গেজেট ভুক্ত বনভূমি সি,এস নং-১৫০৬ ,আর এস দাগ নং-৩২৬৯। কালিয়াকৈর রেঞ্জে মৌচাক বন বিটের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল। এমন সংবাদ পেয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা একে এম আজাহারুল ইসলামের নেতৃত্বে মৌচাক, চন্দ্রা, রঘুনাথপুর, বাড়ইপাড়া বিট ও বনের উপকার ভোগীদের সাথে নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন।

উদ্ধার অভিযান পরিচালনাকারী রেঞ্জ কর্মকর্তা একে এম আজাহারুল ইসলাম জানান, কালিয়াকৈর রেঞ্জের সংরক্ষিত বনভূমি জবরদখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com