শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে পৈত্রিক সম্পত্তিতে বনবিভাগের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার।
বুধবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া মৌজায় আমাদের রেকর্ডটিয় ৭.৭১ একর জমির মালিক থাকা সত্ত্বেও বনবিভাগের লোকজন জোরপূর্বক দাবি করে। এর জের ধরে বিভিন্ন সময় বনবিভাগ তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে বলেও পরিবারের অভিযোগ। পরিবারটির দাবি, বনবিভাগের লোকজন যাতে অযথা মামলা দিয়ে আমাদের হয়রানি না করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী এ্যাড. বেলায়েত হোসেন চৌধুরী, আবুল বাশার চৌধুরী, সুলতান চৌধুরী, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক ও ভুক্তভোগী পরিবারের লোকজন।