বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় মেসার্স তুরাগ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০৮ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১।
গ্রেফতাকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার টানকরাকৈর এলাকার চাঁন মিয়া ছেলে হাফিজুর রহমান(৩৪) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল হাসান(২১)।
অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে ফেন্সিডিলের একটি বড় চালান দিনাজপুর হতে গাজীপুরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,(জি) বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক উপজেলা কালিয়াকৈর গোয়ালবাথান এলাকার মেসার্স তুরাগ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় হাফিজুর রহমান ও রাকিবুল হাসানকে ৩০৮ বোতল বিদেশী ফেন্সিডিল, ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
পোড়াবাড়ী ক্যাম্প, র্যাব-১, স্পেশালাইজড কোম্পানীর লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে এঘটনায় মামলার প্রত্রিুয়া চলছে।