বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার চন্দ্রা থেকে বক্তারপুর রাস্তার সংস্কার কাজের সময় সীমা শেষ হয়ে গেলেও ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারণে এখনো কাজ শেষ করতে পারেনি। সংস্কারে অভাবে রাস্তাটির দশা বেহাল হওয়ায় রাস্তা দিয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে রোড়ের চলাচলকারী যাত্রীরা।
পৌরসভার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা থেকে বক্তারপুর রাস্তার ৩১০০মিটার বিএমডি এফ কাজের ৩ কোটি ৬৮লক্ষ টাকা বাজেটে রাস্তার তৈরির কাজ চলছে। রাস্তাটি ৫৪০মিটার ঢালাই কাজ ও ২৫৬০মিটার কার্পেটিং হবে। তবে এর মধ্যে ৭টি কালভার্ট কাজ রয়েছে। গত বছর সেপ্টেম্বর মাস কাজ শুরু হয় কিন্তু চলতি বছরে জুলাইয়ে মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পযর্ন্ত ৪০ভাগ বাকী রয়েছে। এখনো খুড়া খুড়ির কাজ চলছে আবার বৃষ্টি হলে ভোগান্তির সীমা থাকেনা ওই রাস্তায় চলাচলকারী যাত্রীদের। ঠিকাদারী প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজ কাজের গাফলতির কারনে রাস্তার কাজ ধীরগতি হচ্ছে। ফলে ওই রাস্তা দিয়ে বড় ধরনের কোন যানবাহন যেতে পারে না। মাঝে মধ্যে রাস্তার মাঝখানে আটকে থাকে তখন ভোগান্তির সীমা থাকে না। রাস্তা কাজ নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে না। পূর্বের রাস্তার পুরাতন ইট ও নিম্নমানের ইট ও বালু দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। টাকা কম দিয়ে আধলা ইট নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। রাস্তা দিয়ে অসুস্থ্য রোগী হাসপাতালে ও যেতে পারে না। রাস্তার মধ্যে গাড়ী বিকল হয়ে পড়ে থাকে এতে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
গাড়ী চালক সাব্বীর হোসেন জানান, ভাঙ্গা চুড়া রাস্তা দিয়ে চলাচল করা যায় না। রাস্তাটি এতো খরাপ হয়েছে গাড়ীতে মালামাল নিয়ে চলাচল করলে মাঝে মধ্যে নষ্ট হয়ে পড়ে থাকে। তখন ভোগান্তিতে পড়তে হয়।
ঠিকাদার প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ হোসেন আলী জানান, রাস্তার বেড টেষ্ট করা পর রাস্তার ঢালাইয়ে কাজ শুরু করা হবে। এই কারণে কাজ করতে দেড়ি হচ্ছে। আর বৃষ্টি হলেই তো রাস্তায় কাঁদা হবেই।
কালিয়াকৈর পৌরসভার নিবার্হী প্রকৌশলী হরিপদ রায় জানান, রাস্তার কাজের সময় সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির কারণে কাজ করতে দেরী হচ্ছে। কিছু দিনের মধ্যেই কাজ শেষ করা হবে। কাজ খারাপ করার কোন সুযোগ নেই।