শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে গোসল করতে নেমে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্র তার বন্ধুদের সামনেই ঘাটাখালি নদীতে ডুবে নিখোঁজ হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার উপজেলার লতিফপুর এলাকায় রোববার দুপুরে।
নিখোঁজ স্কুলছাত্র জামালপুর জেলার বাসিন্দা মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন সিহাব। সে স্থানীয় লতিফপুর মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, শাহরিয়ার দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর এলাকার জালালউদ্দিনের বাসায় ভাড়ায় বসবাস করে আসছে। রোববার দুপুরে সে তার বন্ধু মেহেদী, সাব্বির, তামিম আসাদকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে তারা কয়েকজন মিলে লতিফপুর এলাকায় ঘাটাখালি নদীতে গোসল করতে নামে। এ সময় শাহরিয়ার তার বন্ধুদের সামনেই নদীতে ডুবে নিখোঁজ হয়। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার কাজ শুরু করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে একদল ডুবুরি এসে তাদের সঙ্গে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বিকেল পর্যন্ত ওই স্কুলছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। তবে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে একদল ডুবুরি এসে আমাদের সাথে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।