শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এসময় লুন্ঠিত ফ্রিজ, টিভিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতি থানার দেওপুর পূর্বপপাড়া এলাকার শুক্কুর ফকিরের ছেলে মমিন ফকির (৩৩) ও বগুড়ার সোনাতলী থানার পাকুল্লা আকন্দপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৬৩)। এরা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর ভোররাতে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজারের তিন পাহাড়াদারকে বেধে রেখে চার ব্যবসা-প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। পরে তারা একটি সিঙ্গার শোরুম থেকে ৯টি ফ্রিজ, ৮টি টেলিভিশন, ৬টি রাইচকুকার এবং তিনটি কাপড়ের দোকান থেকে কাপড়সহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে। ওই সময় বালুভর্তি একটি ট্রাক ওই বাজারে ঢুকলে ডাকাতরা ডাকাতির মালভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই কালিয়াকৈর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। এরপর ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য কালিয়াকৈর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান চালিয়ে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান মঙ্গলবার টাঙ্গাইলের আদালত পাড়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মমিন এবং ঢাকার তেজগাও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া থেকে আলমগীরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ৩টি ফ্রিজ, কয়েকটি টিভিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, পাহারাদাদের বেধে রেখে ওই বাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও লুট করা হয়। পরে অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ৩টি ফ্রিজ, কয়েকটি টিভিসহ কাপড় উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এঘটনায় জড়িত বাকী ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও আরো লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।