বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল এবং কলেজ শাখার আহবায়ক কমিটি করা হয়েছে। এ কমিটি বিলুপ্ত করার জন্য ত্যাগী নেতারা কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও সাহেব বাজার এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা জুয়েল হোসেন মন্ডল।
ত্যাগী ছাত্রদল নেতারা জানান, এইসব কমিটিতে বিবাহিত ও অছাত্রদের যুক্ত করা হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে অর্থ বাণিজ্যের মাধ্যমে কমিটি দেওয়া হয়েছে। এ কমিটি বিলুপ্ত করার জন্য জোর দাবি জানায়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা শিপন আহমদ, আসাদুল, শিমুল আহমেদ জসীম, তহসিন, আশিক হোসেন, সাইফুল ইসলাম মামুন হোসেন, শরিফ রাহাত প্রমুখ।