বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় গত সোমবার সকালে তুরাগ নদীর পানিতে ডুবে রাহিম নামে আড়াই বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া শিশু রাহিম চাপাইর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে। সে সকালে বাড়ীর পাশের তুরাগ নদীর পানিতে ডুবে যায়।
এ খবর পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর শিশুর লাশ না পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন খোঁজাখুজি করে না পেয়ে রাতে উদ্ধার অভিযান বন্ধ করে দেন।
এব্যাপারে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শিশুর চাচা এইচএম উজ্জল জানান, অনেক খোঁজাখুজির পরও রাহিমের লাশ পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার কবিরুল আলম বলেন, গত সোমবার সকাল দশটায় শিশুটি তুরাগ নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। তাকে অদ্যবধি খুজে পাওয়া যায়নি।