শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তরবক্তারপুর এলাকায় আজ সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির নিহত হয়েছে। তার বয়স আনুমানি ৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ জানায়, জয়দেবপুর-রাজশাহী রেললাইনের উপজেলার উত্তরবক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের একটি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে। তার পরনে ছিল হলুদ রংয়ের টি-শার্ট ও লালচে সাদাডোড়া কাটা লঙ্গী।
কমলাপুর রেলওয়ে থানার ওসি মোঃ রকিবুল হোসেন জানান, ওই লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।