শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলওয়ে স্টেশনে এলাকায় শুক্রবার সকালে সালমা আক্তার নামে এক গৃহবধু ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত সালমা আক্তার (৩২) নরসিংদী জেলার বেলাবু উপজেলার হোসেন নগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, ওই গৃহবধু তার স্বামী সন্তান নিয়ে রতনপুর এলাকায় আজিজ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। সালমা আক্তার সকালে তার দুই বছরের শিশু সন্তান নিয়ে রতনপুর এলাকায় ট্রেন স্টেশনের রেল লাইনের উপর দিয়ে হাটহাটি করতে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপুল এক্সপ্রেস নামের একটি ট্রেন স্টেশনে পৌছালে ট্রেনের ধাক্কায় তার কুলে থাকা সন্তানটি ছিটকে পরে যায় ও গৃহবধু সালমা ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেন। আহত শিশু তাবাসুমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ মান্নান জানান, লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে। তবে এই বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।