বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় মোবাইল কোম্পানীর টাওয়ার থেকে সোমবার রাতে নাজমুল হোসেন (৩৫) নামে টাওয়ার টেকনিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত নাজমুল হোসেন নড়াইল জেলার সদর থানার ভোগড়া এলাকার আলী আহাম্মদ খানের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, উপজেলার জামালপুর এলাকায় মোবাইল কোম্পানীর টাওয়ার রয়েছে। ওই দিন সন্ধ্যায় সিনিয়র টাওয়ার টেকনিশিয়ান নাজমুল হোসেন কয়েকজন কর্মী নিয়ে ওই টাওয়ারে যায়। নিচে থাকা তার সংগীরা তাকে ফোন করলে ফোন বন্ধ পায়। পরে উপড়ে তাকিয়ে দেখে নাজমুল হোসেন পা উপড়ে মাথা নিচে ঝুলে মরে রয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত সাড়ে আটটার সময় লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকতা কবিরুল আলম বলেন, খবর পেয়ে উপজেলার জামালপুর এলাকায় মোবাইল কোম্পানী রবি টাওয়ার থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। মৌচাক ফাড়ির এস আই সুজন মাহমুদ জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।