বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌর ছাত্রলীগের উদ্যোগে গতকাল রাতে মুজিব শতবর্ষ ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (সবুজ)।
পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক গাফফার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।