বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল এলাকায় বায়লা মালু (২৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ রোববার (১৯ জুলাই) ভোর রাতে এঘটনা ঘটে।
পুলিশ সকালে মৃত্যুদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রোববার রাতে স্বামী ও সন্তান নিয়ে খাবার খেয়ে শুতে যান। কিন্তু তাহার স্বামী পল্লাতমালু পেশায় একজন জেলে সে ওই রাতে স্ত্রী ও সন্তানদের ঘরে রেখে পাশের বিলে মাছ ধরতে যান। সকালে ওই ঘরের দরজা না খোলায় বায়লার শাশ্বড়ি ডাকতে গেলে ঘরে থেকে তাহার আট বছরের শিশু কন্যা পল্লবী দরজা খোলে বেড়িয়ে আসে পড়ে তাহার শাশ্বড়ি ঘরে উকি দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে বায়লামালু ঝুলে আছে। শাশ্বড়ির ডাক-চিৎকারে আশেপাশের লোক ছুটে এসে ওই গৃহবধুর ঝুলন্ত লাশটি মাটিতে নামায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রোববার সকালে ওই গৃহবধুর মৃত্যুদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পর্রিদশক(এসআই)মো. হালিম জানান, খবর পেয়ে মৃত্যুদেহটি উদ্ধার করে শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসেপাতালে প্রেরণ করা হয়েছে। তবে রিপোর্ট আসলে বলতে পারব হত্যা না আত্মাহত্যা। এবিষয়ে দুপুরে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।